গুইমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:


“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছের দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আইরিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গুইমারা উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব দীপন চাকমা, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী, গুইমারা উপজেলা মৎস্যজীবী দল ও গুইমারা উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ নুর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মুবিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও অসংখ্য মৎস্যজীবী ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার, এবং টেকসই মাছ চাষের উদ্যোগকে গুরুত্ব দিতে হবে।


সভায় আরও উল্লেখ করা হয়, উপজেলা প্রশাসনের নেতৃত্বে বর্তমানে একাধিক জনবান্ধব কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। বক্তারা মৎস্যজীবী সমাজের ঐক্য, উন্নয়ন ও অধিকার রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গুইমারা উপজেলার শ্রেষ্ঠ তিনজন মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়।

সারাদেশ এর আরও খবর: