চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জাঙ্গালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি সাজা পরোয়ানাভুক্ত আসামী আটক।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ
পাঁচলাইশ মডেল থানার এসআই মোঃ নুরুল আবছার, এএসআই সুজন বড়ুয়া, এএসআই রুকন উদ্দিন, এএসআই আবদুল্লাহ আল মাসুদ পাটোয়ারী দের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম অদ্য ১৮/০৮/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১২.২০ ঘটিকার সময় পাঁচলাইশ থানাধীন জাঙ্গালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১। দাঃ-৫৮১৬/১৮,সিআর-৬৩৩/১৭, ০২। দাঃ-৪৫২৩/১৬ সিআর-১১৪/১৬(চকবাজার) এর সাজা পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ মাহবুবুল আলম, পিতা-সোনা মিয়া মাতা-বিলকিছ বেগম, সাং-চেয়ারম্যান মাতৃনিবাস বিল্ডাস লিঃ, রোড নং-৪, বাড়ী নং-৮, নাসিরাবাদ হাউজিং সোসাইটি, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।