চট্টগ্রাম ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযানে।

 প্রকাশ: ১৯ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন   |   সারাদেশ



৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ২ জনকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা


মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট ২০২৫ রাত ১১:৪০ মিনিটে ষোলশহর তালতলা বন গবেষণাগার স্কুলের দক্ষিণ পাশে সোনিয়ার মায়ের কলোনীতে অবস্থিত রোকসানা বেগমের টিনশেড ভাড়াঘরে অভিযান পরিচালনা করেন। এ সময় আমীর হোসেন (২২) ও কফিল উদ্দিন (২০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল হতে ০১। ৪৫০ কৌটা যৌন উত্তেজক বড়ি (Saffron Love Forever, Manufactured by Elite Corporation) – মূল্য ৮,৯৫,৫০০ টাকা, ০২। ১,২০০ প্যাকেট সবুজ রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Forever Natural Drinking Powder) – মূল্য ২৭,৪৮,০০০ টাকা, ০৩। ৬০০ প্যাকেট নীল রঙের যৌন উত্তেজক পাউডার (Elite Corporation)  মূল্য ১৩,৭৪,০০০ টাকা, সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৫০,১৭,০০০ টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: