জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে হানি ট্রাপের মাধ্যমে টাকা আদায় চক্রের ০৫(পাঁচ) সদস্য গ্রেফতার।

মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) যশোরের সার্বিক তত্ত্বাবধানে ডিবি’র টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটন, অবৈধ অস্ত্রগুলি উদ্ধার সহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্র গ্রেফতারের নিমিত্তে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অফিসার ইনচার্জ
পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ মঞ্জুরুল হক ভূইয়া, নেতৃত্বে ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/মোঃ মোফাজ্জেল সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের স্বীকার ক্ষতিগ্রস্থ মোঃ আনোয়ার ইকবাল(৪০), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-শাহাপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এর ভাগ্নে মোঃ নাছিম রেজা(২৩) এর এজাহারের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ দিক নির্দেশনা এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইং- ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০৮.১০ ঘটিকা হইতে রাত্র ২১.৫০ ঘটিকা পর্যন্ত যশোর জেলার কোতয়ালী থানাধীন খয়েরতলা, রেল স্টেশন সহ একাধিক এলাকায় অভিযান পরিচালনা করে হানি ট্রাপের মাধ্যমে অবৈধ আটক করতঃ টাকা আদায় চক্রের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ যশোর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দুষ্টু প্রকৃতির নারীদের দিয়ে কৌশলে ভিকটিমকে তাদের ভাড়া বাসায় ডেকে নেয় । পরবর্তীতে দূর-দুরান্ত থেকে আগত লোকদের আসামীরা অবৈধভাবে আটক রেখে ভিকটিমকে নির্যাতন সহ তার পরিবারের নিকট থেকে নগদ টাকা আদায় এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল-নগদ টাকা জোর পূর্বক কেড়ে নিতো। উক্ত বিষয়ে ভিকটিম/বাদীর দায়েরকৃত এজাহারের ভিত্তিতে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
গ্রেফতারকৃত আসামীদের ইং ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।
গ্রেফতারকত আসামিদের নাম ও ঠিকানাঃ-
১। মোঃ শফিকুল ইসলাম(৩৫)
পিতা-মৃত আবু তালেব
মাতা-শাহানা তালেব
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
২। মোঃ কালু(৪০)
পিতা-মোঃ জাফর
মাতা-বেগম
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
৩। সুলতান @ শান্ত (২৫)
পিতা-রমজান শিকদার
মাতা-রানু বেগম
সাং-নুরপুর (দক্ষিনপাড়া)
থানা-কোতয়ালী মডেল
জেলা-যশোর।
৪। মোছাঃ শারমিন(২১)
পিতা-শাফাউদ্দিন
মাতা-জেসমিন
সাং-ইছাপুর
থানা-চৌগাছা
জেলা-যশোর।
ওয়ার্ড নং-০৪, চৌগাছা পৌরসভা,
৫। রোজিনা আক্তার রুপা(২৮)
পিতা-মৃত শহিদুল ইসলাম
মাতা-মৃত সুফিয়া বেগম
সাং-বেড় গোবিন্দপুর
থানা-চৌগাছা
জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি মোটরসাইকেল
২। ভিকটিমের ব্যবহৃত ০১(এক)টি মোবাইল
৩। আসামীদের ব্যবহৃত ০২টি মোবাইল।