শার্শা থানাধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর বাজার মসজিদের পিছন হতে ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন   |   সারাদেশ



মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব কে.এম রবিউল ইসলাম এর নের্তৃত্বে এসআই(নিঃ)/শেখ আশরাফুল আলম, এএসআই(নিঃ)/মোঃ সিলন আলী, এএসআই/পুলক কুমার কুন্ডু সঙ্গীয় ফোর্স সহ শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-২১/০৮/২০২৫ তারিখ ১৪.১০ ঘটিকায় শার্শা থানাধীন শিকারপুর গ্রামস্থ শিকারপুর বাজার মসজিদের পিছন  হতে ৪০ (চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১) মোঃ জহিরুল ইসলাম কলম (৪৭), পিতা-মোঃ আবু হানিফ বিশ্বাস, মাতা-মোমেনা বিশ্বাস, সাং-শিকারপুর (মেঠোপাড়া), থানা-শার্শা, জেলা-যশোরকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১৫, তাং-২১/০৮/২০২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে। 


গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

সারাদেশ এর আরও খবর: