ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু।।

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত রফিকুল নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের মফিজ উদ্দিন এর সন্তান।
বৃহস্পতিবার রাত ৯ টায় পৌরশহরের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো ট-১১-৪৮৬১ আর অপরদিক থেকে মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলামকে ধাক্কা দিলে পাকা রাস্তায় পড়ে যায়। পরে সেই ট্রাকের চাকা তার বাম পায়ের উপর দিয়ে চলে গেলে পা ভেঙ্গে যায়।
স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পরে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।
আহত রফিকুলকে দিনাজপুরে নেওয়ার পথে পথিমধ্যে মারা যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মুহা. আরশেদুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।