শূন্যতা বোরহান বেস্টু।

তানহা ইসলাম নুপুরঃ
কোন এক সকালে দেখা
কোন এক পথের মাঝে দাড়িয়ে ছিলে
মলিন নিশুনি সেই চোখ।
তারপর তোমার নামটা হয় তো জানতে চাওয়া
হুটকরে ভালো লাগা
গৌধুলির রাতের মত তোমার মুখটা
ভেবেছিলা হয় তো বা ভুল চাওয়া।
কোন এক সকালে তোমায় নিয়ে লিখতে বসা
তখন হয়তো ভেবেছিলাম এটা হবে শেষ লেখা
তবে জানো কী?
শূন্যতার স্বপ্ন কোন দিন পূরন হয়না