নিশ্চিদ্র নিরাপত্তায় নারায়ণগঞ্জে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ২০২৫ অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধিঃ

আজ ১৬ আগস্ট, ২০২৫ খ্রি. (শনিবার) সকাল ১০:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দেওভোগের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ আখড়াসহ বিভিন্ন মন্দিরে দেশ, জাতি ও বিশ্বমানবের মঙ্গল কামনায় পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সভা, সন্ধ্যায় ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।


শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে  নারায়ণগঞ্জে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় বলেন, শুভ জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: