রংপুরের বদরগঞ্জ স্টেশন চত্বরের সামনে রিকশার উপর লুডু খেলার বাজি, উদ্বিগ্ন স্থানীয়রা।

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের বদরগঞ্জ স্টেশন চত্বরের সামনে শনিবার বিকেলে কয়েকজন যুবককে রিকশার উপর বসে লুডু খেলা ও বাজি ধরতে দেখা গেছে। জনসমাগমপূর্ণ স্থানে এমন কর্মকাণ্ডে পথচারী ও স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে কয়েকজন যুবক রিকশার উপরে বসে লুডু খেলা শুরু করে। পরে খেলার সঙ্গে বাজির উপাদান যুক্ত হলে সেখানে ভিড় জমে যায়। এতে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
কাছাকাছি এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্টেশন এলাকায় প্রতিদিন হাজারো মানুষ আসা-যাওয়া করে। এখানে যদি এভাবে রিকশার উপর বসে লুডু খেলার বাজি চলে, তাহলে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো— ছোট ছেলেরা এসব দেখে খারাপ প্রভাব নিতে পারে। তবে এখনো বিষয়টি থানায় জানানো হয়নি।”
অন্যদিকে এলাকার এক সচেতন নাগরিক জানান, “লুডু খেলা বিনোদনের মাধ্যম হলেও বাজি ধরার মাধ্যমে এটি জুয়ার রূপ নিয়েছে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
পথচারীরাও জানিয়েছেন, এভাবে রিকশার উপর খেলা হলে রাস্তায় ভিড় বাড়ে, ফলে চলাচল ব্যাহত হয়।