শার্শায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় পুরুষাঙ্গ কর্তন শিকার ৯দিন পর অবশেষে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ মোশারেফ যশোর প্রতিনিধিঃ

যশোরের শার্শায় গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার সেই যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করে।


ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, উপজেলার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের পুত্র  মুবায়দুল রহমান (৩৫)  দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর ওৎ পেতে থাকা মুবায়দুল তাকে জাপটে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায় মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

সম্ভ্রম রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করেন এবং ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এসময় তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে মুবায়দুল পালিয়ে যায়।

এব্যাপারে থানায় এজাহার দায়েরের পর থেকে সে গা ঢাকা দেয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।” এ ঘটনায় স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।

সারাদেশ এর আরও খবর: