টোকাই।

লেখিকাঃ তানহা ইসলাম নুপুর
ভালোবেসে ডাকার কেউ নেই বলেই
আজ আমি টোকাই।
প্রতিটি সকাল আমার জন্য নিয়ে আশে
এক একটা নতুন আশা
সবার কাছ থেকে কিছু পাওয়ার আশায়।
প্রতিদিনের মতো আজও চলা
এই শহরে প্রতিটি ডাস্টবিনকে খুব ভালোবাসি,
ওদের জন্য আমি বেঁচে আছি।
ভালোবেসে ডাকার কেউ নেই
বলেই,
আজ আমি টোকাই।
মায়ের হাতটি যেদিন ছেড়ে দিল বাবা,
আমার হাতটিতে চলে এলো সুন্দর একটা বস্তা
দিন শেষে আমি ভুলতে চাই।
কিন্তুু ওরা আমাকে মনে করিয়ে দেয়
আমি একজন টোকাই।