রায়পুরে মোল্লারহাটের কাছে মানছে না সামাজিক দূরত্ব বসেছে জমজমাট মেলা।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা ৮ নং দক্ষিণ চরবংশি ইউনিয়ন মোল্লার হাট এলাকা খাসপুকুর পাড় মহামারী করোনা ভাইরাসের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রেখে বসেছে জমজমাট মেলা, মেলাতে না মানছে সামাজিক দূরত্ব না আছে মুখে মাস্ক। গত কিছু দিন আগে মোল্লা হাট বাজারে মহামারী করোনা ভাইরাসে প্রান গেলো এক ব্যাংক কমকর্তার।তার মাঝেও বসেছে জমজমাট মেলা।
সরেজমিনে গেলে দেখা যায় ৪০/৪৫ টি দোকান বসেছে অনেক লোকের সমাগম হয় বসেছে বিভিন্ন খাবারের দোকান। জিজ্ঞাসা করলে বলেন দোকানদারা মিলে এমেলা বসেছে নিদিষ্ট কোনো লোকের মাধ্যমে এ মেলা তত্ত্বাবধান করে না।
নাম না প্রকাশ করাতে, এলাকার এক স্হানীয় লোক বলে মহামারী করোনা ভাইরাসের মধ্যে মানুষের জীবন বাচাঁতে হুমসিম হয়ে পড়েছে তার মাঝে বসেছে জমজমাট মেলা, এখানে বিভিন্ন স্থান থেকে লোক এসে ভীর করছে কিছু দিন আগে এক ব্যাংক কমকর্তা মারা গেছে করোনা ভাইরাসে এটা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
হাজিমারা পুলিশ ফাড়িঁ এস আই ত্রিদিপ কুমারের কাছে থেকে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে এসে মেলা ভেঙে দেই দোকান গুলো তুলে নিয়ে যেতে বলি পরে তারা সবগুলো দোকান নিয়ে মেলা ভেঙে দেয়।