রায়পুরের খাশেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নিমার্ণ কাজে পরিদর্শন আসেন মোহাম্মদ আলী খোকন

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলাধীন ২ নং উত্তর চরবংশি ইউনিয়ন খাশের হাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নিমার্ণ কাজে পরিদর্শন এবং ২নং উত্তর চরবংশী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন,বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি,
ম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,
আলহাজ্ব_মোহাম্মদ_আলী_খোকন সাহেব।
এসময় উপস্থিত ছিলেন ২ নং উত্তর চরবংশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদার, সাবেক রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার (বি,এস,সি) ইউনিয়ন সেক্রেটারী মেম্বার মফিজুর রহমান খাঁন, মাসুদ হোসেন হাওলাদার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বাচ্চু, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ছলেমান মোল্লা,৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বকশী,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ স্বপন কাজী সহ ইউপি সদস্য বৃন্দ। , এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগ,যুবলীগের নেতাকর্মীবৃন্দ
আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন বলেন রায়পুরের ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বাসীর বিগত (৫) পাঁচ বছর প্রানের দাবি ছিল খাশের হাট বাজারে একটা কেন্দ্রীয় জামে মসজিদ নিমার্ণের জন্য তাই আমি প্রায় ১৪ কোটি টাকা ব্যয় করে মসজিদ নিমার্ণের কাজ করি।মসজিদটা ডিজাইন হবে দিল্লির মসজিদের ডিজাইনের মতো,সামনের দিকে বড় করে ঈদগাহের জন্য কাজ করা হবে। মসজিদ অনেক সুন্দর ভাবে তৈরি করা হবে, এটাতে একটা পুকুর ছিলো সেটা ভরাট করা হয়েছে মসজিদের কাজ করার জন্য।
চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমাদের ২ নং উত্তর চরবংশী ইউনিয়ন বাসীর একটা প্রানের দাবি ছিল খাশেরহাট বাজার একটা কেন্দ্রীয় মসজিদের আল্লাহর রহমতে অবশেষে মোহাম্মদ আলী খোকন সাহেব আমাদের স্বপ্ন পূরন করেছে এ মসজিদ তৈরি হলে দূর থেকে মানুষ দেখতে আসবে এসে নামাজ পড়বে সকল মানুষ আল্লাহর রহমতে নামাজ পড়ার প্রতি অাগ্রহ হবে। আমরা দোয়া করি মোহাম্মদ আলী খোকন সাহেব আমাদের চরবংশী বাসীর জন্য অনেক কিছু করেছে। আল্লাহ যেনো ওনাকে নেকহায়াত দান করেন।