রায়পুরে ট্রাকের চাপায় এক বৃদ্ধা মৃত্যু।

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২০, ১১:৫৮ অপরাহ্ন   |   চট্টগ্রাম


লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন 


লক্ষ্মীপুরের রায়পুরে দ্রুতগামি ট্রাকের চাপায় নিহত এক বৃদ্ধা নারীর (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। এরিপোট লেখা পর্যন্ত-ঘাতক ট্রাকটিও খুঁজে পাওয়া যায়নি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে (৪ আগষ্ট) রায়পুর-লক্ষ্মীপুর সড়কে ভুঁইয়ার রাস্তা নামক স্থানে।


নিহত বৃদ্ধা রাজিয়া বেগম ফরিদগন্জ উপজেলার এখলাশপুর গ্রামের উলিউল্লার স্ত্রী হন।


কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ওই বৃদ্ধ নারী দুপুর ২ টার দিকে সড়কের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে রক্তাক্ত জখম অবস্থায় আহত বৃদ্ধকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।


সরকারি হাসপাতালের কর্তব্যরত ডিউটি ডাক্তার তাহমিনা আক্তার বলেন, হাসপাতালে আসার আগেই বৃদ্ধ মারা যান। কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশকে জানিয়ে লাশ বারান্দায় রাখা হয়েছে। নিহতের লাশ বিকালে পুলিশ ও স্বজনরা থানায় নিয়ে গেছেন।


রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে নিহত বৃদ্ধার খোঁজ খবর নেয়া হচ্ছে। ট্রাকটিরও সন্ধান করা হচ্ছে।

চট্টগ্রাম এর আরও খবর: