রায়পুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের প্রধান আসামী অহিদ আলী গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি শরিফ হোসেন
লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার ২ নং উত্তর চরবংশীর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে মৃধা কান্দি গ্রামে গত ২মাস যাবত সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রী’কে ধর্ষণ করে আসছে একই গ্রামের অভিযুক্ত অহিদ আলী (৫৫) বেপারী। অহিদ আলী বেপারী মৃধা কান্দি গ্রামের মৃত শহীদ আলী বেপারী ছেলে।
অভিযোগ কারীরা হাজীমারা পুলিশ ফাঁড়ি’তে লিখিত অভিযোগ দায়ের করলে হাজীমারা পুলিশ ফাঁড়ি প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জানালে, রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে সংগীয় এসআই নুরুল ইসলাম, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই নাসিম উল ইমরান, এসআই মোঃ মিজানুর রহমান সহ বিশেষ অভিযান ধর্ষনের প্রধান আসামী অহিদ আলী’কে গতকাল রাত ১ টায় আটক করে রায়পুর থানায় সোপর্দ করে।
এদিকে ধর্ষিতার মা মেহেরজান(৪০) বাদী হয়ে রায়পুর থানায় আজ বুধবার (৫ অগাস্ট) মামলা দায়ের করেন।
ধর্ষিতা ছাত্রী জানায়,বই আনার জন্যে পাশের বাড়ি তার ক্লাসমেট শাকিলের(১৫) নিকট প্রায় আশা যাওয়া করত। গেলো দুই মাস আগে ক্লাসমেট শাকিলের বাড়িতে বই আনতে গেলে বাড়ীতে কাউকে না পেয়ে আমি বাড়ি চলে আসতে চাইলে ঘটনার দিন শাকিলের বাবা
অভিযুক্ত অহিদ আলী বেপারী তাকে কৌশলে মুখ চেপেধরে জোড়পূর্বক ধর্ষণ করে।
ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে অহীদ আলী বেপারী নিজেকে বাঁচানোর জন্যে বিয়ের নাটক সাজায় ও তার ছেলে জাকির হোসেন(২৭) সহ ভোক্তভোগী পরিবার’কে ভয়ভীতি প্রদর্শন করে।
সরেজমিন গিয়ে জানা যায়, অভিযুক্ত অহিদ আলী ইতিপূর্বে কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটায়।সে দুষ্টু প্রকৃতির লোক। এলাকাবাসী অহীদ আলীর উপযুক্ত শাস্তির দাবি করে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন আলোচিত বার্তা কে জানান,অহিদ আলী এর আগেও কয়েকটা ঘটনার সাথে জড়িত ছিল।যদি সে প্রকৃত দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে আইন যে শাস্তির ব্যাবস্থা করবে আমি ও এলাকাবাসী মেনে নেবে এবং তার উপযুক্ত শাস্তি দাবি জানাই।
এনিয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ, আব্দুল জলিল জানায়, নারী ও শিশু নির্যাতনে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বল জানিয়েছে।আসামির উপযুক্ত শাস্তির জন্য আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।