সোনাইমুড়ী প্রেসক্লাবের আয়োজনে ঈদ পূর্ণমিলনী- ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৯ অগাস্ট ২০২০, ০৭:০৮ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মোরশেদ আলম  সোনাইমুড়ী,প্রতিনিধি:

সাংবাদিকতা হউক গণমানুষের মুক্তির হাতিয়ার এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী সোনাইমুড়ী প্রেসক্লাবের পথ চলা ২০০১ সালে এক যাক অনুসন্ধানীমূলক কলম সৈনিক নিয়ে ঘটিত হয় ক্লাবটি। প্রতিবছর সদস্যদের অনুপ্রেরনায় ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে ,সে ধারাবাহিকতায় বিগত শনিবার সকাল ১১ টার দিকে ক্লাবের আয়োজনে ঈদ পুর্নমিলনী মধ্যভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভায় সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলমের সভাপতিতে¦  উপস্থিত ছিলেন ,সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কাউন্সিলর সামছুন আরোফিন জাফর, সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া। যগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ,দপ্তর সম্পাদক টি .এ সেলিম, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জসিম উদ্দিন, সম্মানিত সদস্য মামুনুর রশিদ শিবলু মোশারেফ,মামুনুর রশিদ,অনুপ সিং , মোরশেদ আলম, মোহাম্মদ হোসেন সহ প্রমুখ। সোনাইমুড়ী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক টি এ সেলিম বলেন, সোনাইমুড়ী প্রেসক্লাবটি সাধারণ জনগণের পাশে আছে থাকবে। ক্লাবের  সভাপতি ও প্রবিন সাংবাদিক খোরশেদ আলম জানান, গনমাধ্যম ও সাংবাদিকগণ   আপনারা অনুসন্ধানী নিউজ করুন তাহলে সমাজ ও দেশ উপকৃত হবে। অন্যয় ও দূর্নীতি রোধ হবে।   আপনাদের ক্ষুর লিখনিতে জাতী উপকৃত হবে। তিনি ক্লাবের এই আয়োজনকে সাধুবাদ জানান। ভবিষ্যতেও এই ধরনের ঈদ পূনমিলনী অনুষ্ঠান অব্যহত রাখার আহবান জানান।

চট্টগ্রাম এর আরও খবর: