সনাতন যুব পরিষদের ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকী সুন্দরভাবে সম্পন্ন।

পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধিঃ
২ আগস্ট ২০২০ খ্রিঃ রোজ রবিবার তালতলীর উত্তরস্থ পৌরসভায় অবস্থিত সার্বজজনীন শ্রী শ্রী জগন্নাথ আশ্রম প্রাঙ্গনে আলোচনা সভা ও গীতা পাঠের মধ্যে দিয়ে সুন্দর ও সুষ্ঠভাবে পালন করা হলো অনুষ্ঠানটি।
প্রধান গীতা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তা শ্রী হরিলাল মজুমদার ও সনাতন যুব পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী সম্পদ চক্রবর্ত্তী।
সভাপতিত্ব করেন সনাতন যুব পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক সম্পদ চক্রবর্ত্তী।
এছারাও উপস্থিত ছিলেন সংগঠণের উপদেষ্টা শ্রী গোপাল ভট্টাচার্য্য, শ্রী হরিলাল মজুমদার, শ্রী অমিত রায়, শ্রী যতন বনিক প্রমুখ ব্যক্তিগণ। আরো উপস্থিত ছিলেন সংগঠণের সদস্য শ্রী যতন দাস, শ্রী সজীব মজুমদার,শ্রী অভিক চক্রবর্ত্তী, শ্রী পলাশ দাস, শ্রী সাগর দাস, শ্রী মনোজিত দাস, শ্রী রিজু দাস শ্রী অপু মজুমদার শ্রী মিঠুন রায়, শ্রী কানাই দেবনাথ ও স্থানীয় এলাকাবাসী।
গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি আরম্ভ করা হয়। গীতা পাঠে সহযোগিতায় ছিল সৎ সংঘ গীতা চতুষ্পাঠী ও ভক্তি সংঘ গীতা চতুষ্পাঠীর শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আলোচক শ্রী হরিলাল মজুমদার ও সম্পদ চক্রবর্ত্তী গীতা ও গ্রন্থ ভিত্তিক ধর্মীয় গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এবং সনাতন ধর্মের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠণের সদস্য সজীব মজুমদার । তিনি সংগঠণের ৩ বছরের কার্যক্রমের উপর বিভিন্ন দিক নির্দেষনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠণের সদস্য যতন দাস। তিনি সংগঠণের ৩ বছরের কার্যক্রমের প্রতিবেদন পাঠ করে উপস্থিত অতিথিবৃন্দ ও ভক্তবৃন্দকে শুনান এবং সংগঠণের প্রতিষ্ঠালগ্নের কিছু তথ্য তুলে ধরেন।
এছারাও আরো বক্তব্য প্রদান করেন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ আশ্রমের সাবেক পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সনাতন যযুব পরিষদের উপদেষ্টা শ্রী গোপাল ভট্টাচার্য, উপদেষ্টা হরিলাল মজুমদার, বর্তমান মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী সঞ্জয় দাস সহ প্রমূখ ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তৃতায় সংগঠণের কাজগুলোর জন্য সাধুবাদ জানান সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সন্দ্বীপের বিভিন্ন অঞ্চলে গীতা শিক্ষা চালু এবং গরীবদের বস্ত্র বিতরণ সহ সাহায্য সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বক্তারা সংগঠণকে আরো গতিশীল ও সন্দ্বীপের সকল এলাকায় কাজ করার জন্য আহব্বান জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং সংগঠণের প্রতিষ্ঠাতা ও পরিচালক সম্পদ চক্রবর্ত্তীকে এমন একটি সংগঠণ চালু করে এমন ধর্মীয় শিক্ষা মূলক ও সমাজ উন্নয়ন মূলক কাজ করার জন্য সাধুবাদ জানান।
এছাড়াও সংগঠনের সদস্য শ্রী রিজু দাস, শ্রী মনোজিত দাস, শ্রী পলাশ দাস সহ প্রমূখ ব্যক্তিবর্গ সংগঠন বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের অতিথি সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ আশ্রমের পরিচালনা কমিটির সভাপতি শ্রী সঞ্চয় দাস ওনার বক্তৃতায় সংগঠনকে এমন একটি অনুষ্ঠান উক্ত মন্দিরে করার জন্য সাধুবাদ জানান এবং সংগঠণের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং প্রতি বছর সংগঠণের প্রতিষ্ঠাবার্ষিকী উক্ত মন্দিরে করার জন্য আহব্বান জানান।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং উক্ত সংগঠণের প্রতিষ্ঠাতা ও পরিচালক সম্পদ চক্তবর্ত্তী বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্য সংগঠণের প্রতিষ্ঠাকাল থেকে শুরু হয়ে তিন বছরের কার্যক্রমের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রতিষ্ঠালগ্ন থেকে যে সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করে সংগঠণকে দাড় করিয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, আললোচকবৃন্দ, উপদেষ্টামণ্ডলী, সংগঠনের সকল সদস্য, মন্দির পরিচালনা কমিটি ও উপস্থিত অতিথি ও ভক্তবৃন্দদের সময় দিয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সংগঠণের সফলতা, সকলের সহযোগিতা ও আর্শিবাদ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।