সোনাইমুড়ীতে বাস চাপায় ট্রাক্টর চালক নিহত।

 প্রকাশ: ১০ অগাস্ট ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


মোরশেদ আলম,সোনাইমুড়ী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়। সোনাইমুড়ী উপজেলাস্থ যাত্রীবাহী উপকূল বাস ও হ্যান্ডট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস চাপায় ঘটনাস্থলে হ্যান্ডট্রাক্টর চালক মো. সুজন (২৩) নিহত হয়েছেন।

রবিবার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের হ্যান্ডট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল সুজন। এসময় চৌমুহনী মুখি ‘উপকূল সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস সুজনের ট্রাক্টরটিকে চাপা দিলে ট্রাক্টরটি ধুমড়েমুছড়ে গিয়ে বাস চাপা পড়ে সুজন নিহত হয়।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম এর আরও খবর: