সোনাইমুড়ীতে জাতীয় শোক দিবস পালিত

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২০, ০৯:৩০ অপরাহ্ন   |   চট্টগ্রাম


মোরশেদ আলম, সোনাইমুড়ী প্রতিনিধিঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার বীর সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোনাইমুড়ীতে জাতীয় শোক দিবস পালিত হয়। সোনাইমুড়ী উপজেলায় অবস্থিত

বঙ্গবন্ধুর স্তবকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

সোনাইমুড়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) অগ্যই জাই মারমার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গিয়াস উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা ভূঞা জেলা যুবলীগ সদস্য আবু সায়েম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শ্যামল উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও নানা  শ্রেণি-পেশার মানুষ।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, উপজেলা পরিষদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য এবং রক্তঝরা  ১৫-ই আগস্টে নিহত হওয়া সকল শহীদদের জন্য একমিনিট নিরবতা পালন এবং দোয়া কামনা করেন। অনুষ্ঠানে অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেে প্রশংসা করে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম এর আরও খবর: