খাগড়াছড়ি মাটিরাঙ্গায় রাষ্ট্রীয় উদ্যোগে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে বিচারের আওতায় আনার আহবান।

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন   |   চট্টগ্রাম


মোঃ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ


১৯৭৫ সালের ১৫ আগষ্ট বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ১৮জনকে হত্যা করে যে সব খুনীরা প্রবাসে পালিয়ে রয়েছে তাদের রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে দেশে ফেরত এনে বিচারের রায় কার্যকর করার আহবান জানান বক্তারা। 


বিকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।  


মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনা ও সভাপতি মোঃ বাবুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মো: এমরান হোসেন,খাগড়াছড়ি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক  মফিজুল ইসলাম, সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজী, সাবেক মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও  প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা । মিলাদ মাহফিলের শুরুতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। মিলাদ মাহফিলের শুরুতে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আমন্ত্রিত অতিথিবৃন্দগণ।

চট্টগ্রাম এর আরও খবর: