অফিসার ইনচার্জ সন্দ্বীপ থানা বশির আহম্মেদ খাঁন এর সাথে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময়।

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২০, ০৪:৪৩ অপরাহ্ন   |   চট্টগ্রাম


পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধিঃ

সন্দ্বীপ থানার নবাগত ওসি মোঃ বশির আহস্মেদ খাঁনের সাথে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় গতকাল রাত ৮ টায় থানায় অফিসার ইনচার্জ কক্ষে অনুষ্ঠিত হয়।


 মতবিনিময় কালে অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দর মধ্যে উপস্হিত ছিলেন সক্রিয় সাধারন সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, সহ সভাপতি মাকছুদ আলম, দৈনিক আলোচিত বার্তার চট্টগ্রাম  প্রতিনিধি পুস্পেন্দু মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক কনজিওমার নিউজ টুয়ান্টুফোর ডটকম  সন্দ্বীপ প্রতিনিধি প্রভাষক মহিউদ্দীন খান,   দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল সন্দ্বীপ প্রতিনিধি আবদুর রহমান ইমন, আইটি বিষয়ক সম্পাদক  সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ বিষেশ প্রতিনিধি তৈয়ব হোসাইন, সদস্য  দৈনিক আলোর দিগন্তর বিশেষ প্রতিনিধি সবুজ দাশ, ও দৈনিক ভোরের আলোর সন্দ্বীপ প্রতিনিধি পলয় চন্দ্র দাশ, অনলাইন সন্দ্বীপিয়ান টিভির এডমিন মাইন উদ্দীন আকাশ, সংগঠনের সদস্য সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার  ক্যাম্পাস প্রতিনিধি আসাদুজ্জান জাহিদ ও আদনান হাবিব মাসুম।


মতবিনিময় কালে নবাগত ওসি জনাব বশির আহম্মেদ খাঁন সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দকে জানান, আমি আপনাদের সন্দ্বীপ বাসির সেবক হিসাবে কাজ করার জন্য এ চেয়ারে  বসেছি, কোন রক্ষক হিসাবে নয়। সন্দ্বীপের জনগনের জান মালের নিরাপত্তার জন্য যা যা করার দরকার আমি জীবন দিয়ে হলে তা রক্ষা করার চেষ্টা করব। নবাগত ওসি সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব কে সব ধরনের সহযোগিতার আস্বাস দেন।

চট্টগ্রাম এর আরও খবর: