যশোর ঝিকরগাছা থানা পুলিশ কর্তৃক অভিযানে হাড়িয়া দেয়াড়া এলাকা হতে বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন সহ সন্ত্রাসী রয়েল আটক

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন   |   অপরাধ ও আইন


মনা যশোর প্রতিনিধিঃ

অদ্য ০৬/০৭/২০২৫ খ্রিঃ রাত ২০.১৫ ঘটিকায় ঝিকরগাছা থানার সাধারণ ডায়েরী নং-২৫২, তারিখ-০৬/০৭/২০২৫ খ্রিঃ মুলে অত্র থানার এসআই (নিঃ)/ তাপস কুমার রায়, এএসআই(নিঃ)/ মোঃ ইয়াসিন আলী, এএসআই (নিঃ)/ মোঃ এখলাস, এএসআই(নিঃ)/ এসএম জাকির হোসেন সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন হাড়িয়া দেয়াড়া এলাকা হতে রয়েল(২৮) নামের একজন সন্ত্রাসীকে তার বসত বাড়ি থেকে গ্রেফতার করেছে। এসময় আসামির হেফাজত হতে একটি সচল বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সে হাড়িয়া দেয়াড়া গ্ৰামের শুকুর আলীর ছেলে এবং তার পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার নামে ইতিপূর্বে থানায় চারটি মামলা রয়েছে। এসংক্রান্তে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ ও আইন এর আরও খবর: