রায়পুরে চরবংশী ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে চলে জমজমাট জুয়া খেলা

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ শরিফ হোসেন।
দেশে যখন করোনাতঙ্কে জনমনে ভীতির সঞ্চার বিরাজ করছে আর তখনি এই আতঙ্কের মধ্যেই লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলায় ২নং উত্তর চরবংশি ইউনিয়নের বিভিন্ন স্পটে চলছে লাখ লাখ টাকা নিয়ে জমজমাট জুয়ার ব্যবসা। ২নং উত্তর চরবংশি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুড়ানবেড়ী এলাকায় জুয়াড়িরা প্রকাশ্য দিবালোকে এই আসর বসায়। জুয়ার প্রভাবে ওই এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরি-ছিনতাই। কিন্তু স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নীরব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও পত্রিকায় ওই জুয়ার আসর নিয়ে অনেকবার লেখালেখি হলেও দায়িত্বশীল মহল একেবারেই নিরব। স্থানীয়রা জানান উত্তর চরবংশি ইউনিয়নের পুড়ানবেড়ী মাছঘাটে নদীর ধারে ও নদীর ওপার চলছে প্রকাশ্য দিবালোকে এসব জুয়া খেলা। জানা যায় ইউনিয়নের কয়েকজন প্রভাবশালীর নেতৃত্বে বসে জুয়ার আসর গুলো। এছাড়া ৭ নং ওয়ার্ড দিঘীরপাড় এবং ৬ নং ওয়ার্ড মাঝি বাড়ির পাশে ও চরঘাসিয়া গ্রামে চরের কিছু বাড়িতে মোটা অংকের টাকা দিয়ে সকাল থেকে গভীর রাত অবধি চলে জুয়া খেলা। জুয়ার প্রলোভনে পড়ে দূর-দূরান্ত থেকে পেশাদার জুয়াড়িদের সঙ্গে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা জুয়ার বোর্ডে ব্যবসার তহবিলসহ টাকা-পয়সা হারিয়ে সর্বশান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরছে। তাই জুয়া বন্ধের ব্যাপারে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
নাম প্রকাশ না করার এক প্রত্যক্ষদর্শী জানান, ঐ সব স্পটে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ লাখ টাকার জুয়া খেলা হয়। জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রভাবশালী দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় স্থানীয়রা তাদের কাছে অসহায়। এলাকাবাসী বিষয়টি জানলেও এতে বাধা দিলে তাদের সাথে খারাপ আচারন করে তারা। এমনি কি তাদের মারার জন্য হুমকি দামকী দেওয়া হয়। তাই এনিয়ে কেউ জুয়াড়িদের ভয়ে কিছু বলতে পারেনা। ইতোপূর্বে ১৫/১৬ জন যুবক মিলে জুয়াড়িদের ধরার জন্য রাতের আধারে জুয়াড়িদের ধাওয়া দিলে তারা দৌড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যায়।
জুয়ার আসর নিয়ে প্রশাসনকে জানিয়েও স্থায়ী কোন প্রতিকার পাইনি। যদিও একবার স্থানীয় চেয়ারম্যান চৌকিদার দিয়ে জুয়ার আসর তুলে দিলেও পরবর্তীতে ফের জুয়ার আসর বসতে শুরু করে। বিষয়টিতে আবারো নজর দেয়া প্রয়োজন। তাই লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং রায়পুর সার্কেল পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।