বৃদ্ধের মরদেহ উদ্ধার।

মোরেলগঞ্জে নিখোঁজের তিন দিন পরে ডোবা থেকে মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের তিনদিন পরে এক বৃদ্ধের মরদেহ নিজ বাড়ির বাগানের ডোবা থেকে উদ্ধার করেছে তার স্বজনেরা। নিশানবাড়িয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ তালুকদারের ছেলে মান্নান তালুকদার(৮৫) মঙ্গলবার বেলা ৮টার পর থেকে নিখোঁজ ছিলেন। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাগানের ডোবায় ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।
এ বিষয়ে ওই বৃদ্ধের ছেলে বেল্লাল তালুকদার বলেন, তার বাবা বাড়িতে একা থাকতেন। মঙ্গলবার সকাল থেকে তার কোন খোজ পাওয়া যাচ্ছিলনা। আজ বাগানের বেড়ে তার মরদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কারন জননা যায়নি।
এ ঘটনা সম্পর্কে থানার ওসি (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল বলেন, মৃতদেহ পাওয়া গেছে এমন খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।