কলারোয়া থানায় চুরি মামলার ০২ জন আসামী গ্রেফতার।

মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনায়, জনাব শেখ মুনীর-উল-গীয়াস, অফিসার ইনচার্জ কলারোয়া থানা,সাতক্ষীরা এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ বুরহান উদ্দিন, এসআই(নিঃ) মোঃ তৌফিক আহমেদ টিপু, সংগীয় ফোর্সের সহায়তায়
ইং-০৮/০৯/২০২০ তারিখ রাতে যুগিখালী বাজারের দক্ষিন পাশে বাংলালিংকে টাওয়ারের মধ্যে হইতে টাওয়ারের ব্যটারী চুরি করাকালীন সময়ে
আসামী ১. মোঃ রবিউল আলম ওরফে চঞ্চল (৪০), পিতা- মৃত সাহেব আলী, মাতা- মোছাঃ রশিদা বেগম স্থায়ী : গ্রাম- তুলসীডাংঙ্গা (ইউরেকা পাম্পের নিকট রাস্তার বাম পাশে, এপি-তুলশিডাঙ্গা ব্রাক অফিসের সামনে জনৈক সাত্তার হার্ডওয়ারের বাসার ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরা, বাংলাদেশ
২. মোঃ আরিজুল ইসলাম (২২), পিতা- আঃ কাদের(নাইট গার্ড) স্থায়ী : গ্রাম- সুভংকর কাটি (গোগ) , উপজেলা/থানা- কলারোয়া, সাতক্ষীরাদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।