কালিয়ায় ভাইপোর বল্লমের কোপে চাচা খুন।

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:২১ অপরাহ্ন   |   অপরাধ


মোঃ হাচিবুর রহমান,কালিয়া( নড়াইল)  প্রতিনিধিঃ 

  নড়াইলের কালিয়ায় বসতভিটা নিয়ে বিরোধের জেরে ভাইপোর বল্লমের কোপে চাচা জলিল মুন্সি খুন  হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াগাতী থানা সংলগ্ন উত্তর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জলিল ঐ গ্রামের মৃত কালামিয়ার ছেলে।


পুলিশ জানায়, বসতভিটা নিয়ে নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে আঃ জলিল মুন্সির সঙ্গে (৫২) তার ভাইপো আয়নালের (৪২) মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায়  শরিবার রাত ৯টার দিকে তাদের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে উত্তেজনার বসে অয়নাল নিজের ঘর থেকে বল্লম বের করে নিয়ে জলিলের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে সে জলিলের পেটে বল্লম দিয়ে আঘাত করে পালায়। এ অবস্থায় স্বজন ও প্রতিবেশিরা মুুমূর্ষু জলিলকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পৌছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, চাচা ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকান্ড ঘটেছে। হত্যার আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘাতক আয়নালকে ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

অপরাধ এর আরও খবর: