শৈলকুপায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা।

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০ অপরাহ্ন   |   অপরাধ


সম্রাট হোসেন শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

 ঝিনাইদহের শৈলকুপায় সালেহা খাতুন (৪২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার(১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার ফাজিলপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের সোহরাব আলীর স্ত্রী।


পারিবারিক সুত্রে জানা যায়, সাংসারিক বিষয় নিয়ে স্বামীর সাথে মনোমালিন্য হয় গৃহবধূ সালেহার। বাড়ির লোকজনের চক্ষু আড়াল করে বিষপান করেন তিনি। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরাধ এর আরও খবর: