ঝিনাইদহ মহেশপুরে দুই কেজি গাঁজা সহ আটক-২।

খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে গাঁজাসহ যশোর অঞ্চলের দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা যশোর জেলার অভয়নগর থানার মশুরহাটি গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের ছেলে রাসেল (২১), অপরজন একই গ্রামের কুরবান সেখের ছেলে সজল সেখ (১৯)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।
মহেশপুর থানা সুত্রে জানা গেছে, মহেশপুর থানাধীন নস্তির মোড় নামক স্থান দিয়ে মাদকদ্রব্য গাঁজা চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা ঘটনার সত্যতা যাচায়ের জন্য সেখানে অভিযান চালায়। এসময় উল্লেখিত স্থানে গিয়ে চেকপোস্টের মাধ্যমে মোঃ সজল সেখ ও মোঃ রাসেল নামে দুইজনের দেহ তল্লাশি করে তাদের কাছে থাকা একটি স্কুল ব্যগের মধ্য থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।