৫ টি বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচির ইউএনও।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে একই দিনে ৫ টি বাল্য বিয়ে বন্ধ করলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনি এসব বাল্যবিয়ে বন্ধ করেন।
শুধু তাই নয়, বাল্যবিয়ের আয়োজন করায় বর-কনের অভিভাবকদের ৩৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) অভিযান চালিয়ে এমন সাতটি বাল্যবিয়েও বন্ধ করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রী (১৩), পৌরসভার সোহাগপুর গোহাটা এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রী (১৩) ও দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৪), ক্ষিদ্রগোপরেখী গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী (১৭) এবং সবশেষে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ধুকুরিয়া বেড়া গ্রামে দশম শ্রেণির ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করা হয়। পাঁচটি বাল্য বিয়েতেই কনে ছিল অপ্রাপ্তবয়স্ক।
এসব বিয়ের আয়োজন করায় অভিভাবকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রত্যেক ক্ষেত্রে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে অভিভাবকদের কাছে মুচলেকা নেওয়া হয়।