কিশোরগঞ্জে ভূমিদস্যু গ্রেফতার।

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন   |   অপরাধ


মোঃআবু তাহের নীলফামারী জেলা ব্যুরো প্রধানঃ

  নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কুষ্ঠ হাসপাতালে সম্পত্তি অবৈধভাবে দখলের ঘটনায় হোসেন সহীদ সোহারাওয়ার্দি (গ্রেনেড বাবু) ৪৫ নামে  একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


আজ রবিবার(২০ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে তাকে  গ্রেফতার করা হয়। তিনি সদর ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই ভূমিদস্যু গ্রেনেড বাবু, কিশোরগঞ্জ থানার পার্শ্ববর্তী সরকারীন কুষ্ঠ হাসপাতালের জমি অবৈধভাবে দখল করে সেখানে ঘর নির্মানের চেষ্টা চালায়।


এসময় খবর পেয়ে  স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদসহ সকল স্টাফরা সেখানে গিয়ে পাকা ঘর  নির্মাণে বাধা প্রদান করেন। এ সময় তিনি কাজ বন্ধ রাখেন ও সেখান থেকে তারা চলে আসার পর (গ্রেনেড বাবু) আবারও পাকা ঘর নির্মাণ শুরু করেন। আবারও তারা সেখানে গিয়ে কাজ বন্ধ রাখতে নিষেধ করলে, তিনি গায়ের জোরে কাজ চালিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা  কিশোরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, উপজেলা সরকারী কুষ্ঠ হাসপাতালের জায়গা অবৈধভাবে দখল করে সেখানে পাকা ঘর নির্মানের ঘটনার মামলায়  তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

অপরাধ এর আরও খবর: