সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার।

সিরাজগন্জ জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভেংগুলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসি (ডিবি) মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।