যশোর ডিবি পুলিশের অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ আটক-২।

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ পূর্বাহ্ন   |   অপরাধ


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

  যশোর ডিবি পুলিশের অভিযানে ৮০০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ । গতকাল সোমবার (২১) সেপ্টমম্বর রাত  ১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদক অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন আবাসিক রেষ্ট হাউজ এর সামনে থেকে ইয়াবা সহ দুইজনকে আটক করে ডিবি পুলিশ ৷


যশোর ডিবি পুলিশের এস আই  (নিঃ) নুর ইসলামের নেতৃত্বে  ৮oo (শত) পিচ ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ । আটককৃত আসামী (১) আবু সাঈদ (২২) , পিতাঃ আবুল কালাম মোড়ল ,সাং অগ্রভুলট ( বাজার মোড়) ,থানা-শার্শা, মাসুদুর রহমান (২৫) পিতাঃ মোঃ ছানা উল্লাহ হাওলাদার, সাং ভবার বেড়, থানা-বেনাপোল পোর্ট ।


যশোর ডিবি ওসি  সোমেন দাস জানান, আটক কৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ এর আরও খবর: