যশোরের শার্শার বাগআঁচড়ায় ৪২বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক-১।

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ পূর্বাহ্ন   |   অপরাধ


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের শার্শার বাগআঁচড়ায় ৪২বোতল ফেনসিডিল, একটি ডিসকভার মোটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।


(২৪সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া তদন্তাধীন এলাকার গোগা রোডের  বসতপুর অটো রাইসমিলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ৪২বোতল ফেন্সিডিল ও একটি ডিসকভার সাইকেল সহ ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।  বাগআঁচড়া পুলিশ ফাড়ির সদস্যরা।


পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্তের  ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস ও ( এএসআই) ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআঁচড়ার  এলাকার বসতপুর অটোরাইস মিলের সামনে পাকারাস্তার উপর থেকে ৪২বোতল ফেন্সিডিল একটি ডিসকভার  মোটরসাইকেল সহ ফারুক হোসেন (৩৮)কে আটক করেছে বাগআঁচড়া পুলিশ। আটককৃত ফারুক হোসেন  ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামের আঃ খালেকের ছেলে।


এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্তের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অপরাধ এর আরও খবর: