রাজশাহী বাগমারাতে পুলিশ সদস্যর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ।

লিয়াকত,রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাগমারা উপজেলার দেউলিয়া গ্রামের এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে ব্যপক মারপিট ও লাঞ্চিত করেছে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের ক্লাক মো আলতাফ মোল্লাকে। বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার ভবানিগঞ্জ সিএনজি স্টেন্ডে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধার দিকে একটি সিএনজিতে দেউলিয়া গ্রামের এক পুলিশ সদস্যর স্ত্রী ভবানিগঞ্জ যাচ্ছিলেন একা। এসময় সন্ধা ৭ টার দিকে ওই সিএনজিতে মোহনগঞ্জ বাজার থেকে মোহনগঞ্জ ডিগ্রী কলেজের ক্লাক আলতাফ মোল্লা ভবানিগঞ্জ যাওয়ার জন্য ওই সিএনজিতে চড়ে। সিএনজি ভবানিগঞ্জ যাওয়ার পরে পুলিশ সদস্যর স্ত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে আলতাফ। বিষয়টি পুলিশ সদস্যকে তার স্ত্রী মুঠো ফোনে জানালে ওই পুলিশ আগে থেকে ভবানিগঞ্জ সিএনজি স্টেন্ডে অপেক্ষা করছিলেন। সিএনজিটি স্টেন্ডে পৌছার পরে তালতাফ গাড়ি থেকে নামার পরেই মারপিট শুরু করে ওই পুলিশ সদস্য। মারপিটের কারনে আলতাফের জামা কাপড় ছিড়ে যায়। পরে বাগমারা থানা পুলিশ বিষটি জানতে পেরে থানার ওসি, বাগমারা ইউএনও, এসিল্যন্ড দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়। পরে দুই পক্ষকে নিয়ে এসিল্যন্ড অফিসে বসে বিষটি মিমাংসা করে দেন।
এ বিষয়ে বাগমারা থানার ওসি আতাউর রহমান এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই একটু ভুল বোঝা বুঝি হয়েছে।
তবে এ বিষয় আলতাফ মোল্লার মুঠো ফোনে একাধিক বার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।