তুলার কারখানা থেকে ইয়াবাসহ ধরা নাভারনের সজিব।

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪ অপরাহ্ন   |   অপরাধ


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

 যশোরের শার্শা উপজেলার নাভারনের চিহ্নিত মাদক ব্যবসায়ী সজিব খান (২৪) কে বুধবার বিকেলে ঝিকরগাছার গদখালির একটি তুলার কারখানা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সজিব খান শার্শা উপজেলার নাভারনের দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মজিদ খানের ছেলে।


র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল যশোরের ঝিকরগাছা থানার গদখালী কালী মন্দিরের সামনে জনৈক ওমরখানের তুলার কারখানায় অভিযান পরিচালনা করে সজিব খানকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। মাদক আইনে মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

অপরাধ এর আরও খবর: