যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতীয় এয়ারগান উদ্ধার আসামী পলাতক।

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭ পূর্বাহ্ন   |   অপরাধ


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। শনিবার দুপুরে উদ্ধার  করা হয়। এ ব্যাপারে ১ জনকে পলাতক আসামী দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে।


পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান.গোপন সংবাদে ভিত্তিতে ভান্ডারী মোড় আমবাগান হতে ভারতীয়   সিপিএচ এয়ারগান ১টি মালিকবিহীর অবস্থায় উদ্ধার  করা হয় ।


উদ্ধারের পর জানা যায় উক্ত এয়ারগানের মালিক পুটখালী গ্রামের মোঃ আশরাফ আলী (৪৮), পিতাঃ-মোঃ মেরাজ আলী।


পরে তাকে পলাতক আসামী দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হয়েছে।

অপরাধ এর আরও খবর: