ঝিনাইদহ ডিবি পুলিশের অভিয়ানে টাকা ও ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক।

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৪ পূর্বাহ্ন   |   অপরাধ


খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি জনাব মোঃ আনোয়ার হোসেন জানান পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনায়  ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে  ২৬ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে হরিনাকুন্ডু পৌরসভা এলাকা হতে  ১৪০০ (চৌদ্দশত) পিচ ইয়াবা,  ইয়াবা  বিক্রয়ের নগদ ১,৪১০০০ (এক লক্ষ একচল্লিশ হাজার) টাকা  ও ০২ (দুই) টি মোবাইল ফোন সহ নারী মাদক ব্যবসায়ী ১। হাজেরা খাতুন (৪০),পিতা- মোঃ খোরজেল  আলী,স্বামী- শহিদুল ইসলাম,সাং- হাকিমপুর (স্কুলপাড়া),থানা- অালমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা ও ২। মোছাঃ অামেনা খাতুন (৪০),পিতা-মৃত মন্টু,স্বামী- শরিফুল ইসলাম,সাং-পারবর্তীপুর অামের চারা,থানা-হরিনাকুন্ডু,জেলা- ঝিনাইদহদেরকে আটক করে। মামলার প্রস্তুতি চলছিল।

অপরাধ এর আরও খবর: