মোরেলগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ।

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:৫৫ অপরাহ্ন   |   অপরাধ


মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

 বাগেরহাটের মোরেলগঞ্জে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার খাউলিয়া ইউনিয়নের ১১ শত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। সুবিধাভোগীদেরকে ৩০কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেরে ২৫-২৬ কেজি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 


এঘটনায় বেলা ১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের দু'টি গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। 


এ সময় আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমানসহ অনেকে চেয়ারম্যানের বিরুদ্ধে বস্তা পরিবর্তন করে চাল কম দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন।

 

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে। ##

অপরাধ এর আরও খবর: