মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে চুরি, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে আবারও চেতনানাশক স্প্রে দিয়ে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে হোগলাবুনিয়া গ্রামের আব্দুর রশিদ মৃধার বাড়িতে স্প্রে করে সবকিছু হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। এঘটনার ২৫দিন পূর্বে একই গ্রামে এক শিক্ষকের বাড়িতে অনুরূপ চুরির ঘটনা ঘটে।
স্প্রের শিকার ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এরা হচ্ছেন আব্দুর রশিদ মৃধা(৬০), তার ছেলের রাজীব(৩০) ও নাতি সাজিত(১৮)। বৃহস্পতিবার বেলা ৩টায় ওই তিনজনকে মোরেলগঞ্জ হাসপাতাল থেকে অজ্ঞান অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত(সন্ধা ৭.০০টা) তাদের জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
এ ঘটনায় অপর আহত রশিদ মৃধার স্ত্রী মানোয়ারা বেগমকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা কত টকার মালামাল নিয়ে গেছে তা জানা যায়নি।
এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনার ২৫দিন পূর্বে একই গ্রামের স্কুল শিক্ষক মঞ্জুরুল করিমের বাড়িতেও চেতনানাশক স্প্রে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।