কালকিনিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদকঃ শেখ লিয়াকত আহমেদ
মাদারীপুরে কালকিনির বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিযোগিতায় উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিতর্কের বিষয় ছিল "অভাব নয়, লোভই দূর্নীতি প্রধান কারণ"
প্রতিযোগিতার কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে।
বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ।
বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশন ভূমি কায়েসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম।
কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা বক্তব্য করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য করেন মাদারীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।
এছাড়াও বিতর্কে অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।