শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে মত বিনিময় সভা

কাজী ওহিদ- মুকসুদপুর ( গোপালগঞ্জ) থেকেঃ-
মুকসুদপুর উপজেলার আসন্ন ১১ অক্টোম্বর থেকে ১৫ অক্টোম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুকসুদপুর থানার আয়োজনে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় থানা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে ও থানার ওসি (তদন্ত) আমিনুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী। সভায় অন্যন্যের বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দূর্গা,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ইউ,পি চেয়ারম্যান শ্যামল কান্তি বোস, গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য অশোক কুমার বিশ্বাস, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি সরদার মজিবুর রহমান,উজানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক উত্তম কুমার দাস, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক ও উপজেলা পূজা উদযাপন কমিটির দপ্তর সম্পাদক রনজিৎ কুমার রায়, মুকসুদপুর সদর বাজার সার্বজনিন দুর্গা মন্দির কমিটির সভাপতি অখিল সাহা,গোয়ালগ্রাম রায বাড়ি মন্দিরের সভাপতি অজয় রায়, দুর্বাসুর সার্বজনিন মন্দিরের সভাপতি সন্তোষ সরকার, পাটকেল বাড়ী মন্দিরের সভাপতি বিমল বাইন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মধুমতি কন্ঠের সম্পাদক ও মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কালের কন্ঠের প্রতিনিধি পরেশ বিশ্বাস।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী বলেন ২৮৭টি পূজা মন্দিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন শৃঙ্খলা বাহিনী এবং পূজা কমিটির স্বেচ্ছাসেবক বাহিনীর প্রতি সর্তক থাকার নির্দেশনা দেন। তিনি আরো বলেন কোথায় ও কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা গেলে তাৎক্ষনিক ভাবে পুলিশ প্রশাসনকে অবহিত করতে বলেন। এ বছর মুকসুদপুর উপজেলায় ২৮৭টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।