গোপালগঞ্জ কাশিয়ানীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:১১ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ  জেলা প্রতিনিধি:

দুর্যোগ ঝুকি-হ্রাসে সুশাসন” “নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ প্রভাত কে সামনে রেখে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবুল কালাম। সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম

ওহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু, উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা বেগম সহ প্রমুখ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: