গোপালগঞ্জ কাশিয়ানীতে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
দুর্যোগ ঝুকি-হ্রাসে সুশাসন” “নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এ প্রভাত কে সামনে রেখে
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ উপলক্ষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবুল কালাম। সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম
ওহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু, উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মাহফুজা বেগম সহ প্রমুখ।