যশোরের ঝিকরগাছায় ১১টি ইউনিয়নে আ.লীগ মনোনিত ব্যক্তিদের মনোনয়নপত্র বিতরণ

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০১:০৪ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।।

আগামী ১১ই নভেম্বর ২য় ধাপে দেশের ৮৪৮ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলায় ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ তাদের মনোনিত ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করেছে। বুধবার বিকালে ঝিকরগাছা মিতালী হলরোডে অবস্থিত স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এসব প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের সকল ভেদাভেদ মান অভিমান ভুলে এক কাতারে এসে দাঁড়াতে হবে এবং নৌকা মার্কার প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা। 


প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অনুপস্থিত থাকার কারণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল।


উপজেলা আওয়ামী  যুবলীগের সদস্য ও পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজার সঞ্চালনায় 


এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অশোক দত্ত, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিক সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেয়া হয়। 

 

উল্লেখ্য গত শনিবার (৯ অক্টোবর) আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।


ঝিকরগাছায় ১১টি ইউনিয়নে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন,তারা হলেন উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৩ নং শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  মতিয়ার রহমান সর্দার, ৪ নং গদখালী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আশরাফ আলী, ৫ নং পানিসারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নওশের আলী, ৬নং ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমীর হোসেন, ৭নং নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহাজাহান আলী, ৮নং নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃখায়রুজ্জামান, ৯নং হাজিরবাগ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ১০নং শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র চ্যাটার্জী, ১১নং বাঁকড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নিছার আলী।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: