নিখোঁজের ৯দিন পর মুকসুদপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার।

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 মাদারীপুর থেকে নিখোঁজের ৯ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরে দিদার গৌড়া (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। শনিবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার গয়লাকান্দি নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিদার গৌড়া মাদারীপুরের শিবচর উপজেলার ছিলারচর ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃতঃ তারা গৌড়ার ছেলে ।

পুলিশ জানায়, মানষিক ভারসাম্যহীন দিদার গৌড়া (৬০) গত ১১ সেপ্টেন্বর সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় । পরে অনেক খোজাঁখুজির পর শনিবার রাতে পথচারীরা ওই স্থানে দিদার গৌড়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মুকসুদপুর থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, লাশের পরনে সরকারী হাসপাতাল লেখা বেডের চাদর রয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: