কাশিয়ানিতে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত।

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার নামক এলাকায় দ্রুতগামী একটি বাস যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ভ্যানযাত্রী রিয়া বেগম (৩৪) ও তার কোলে থাকা ৮ মাসের ছেলে সন্তান মারাত্নক আহত হয়। স্থানীয় জনগন তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন। এসময় গুরুতর আহত অবস্থায় নিহত রিয়া বেগমের স্বামী রফিক কাজী (৫০) ও ভাসুরের মেয়ে সুভা কাজীকে (৩) ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় এখনো ঘাতক বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: