কাশিয়ানিতে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার নামক এলাকায় দ্রুতগামী একটি বাস যাত্রীবাহী ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই ভ্যানযাত্রী রিয়া বেগম (৩৪) ও তার কোলে থাকা ৮ মাসের ছেলে সন্তান মারাত্নক আহত হয়। স্থানীয় জনগন তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপালে পাঠিয়ে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন। এসময় গুরুতর আহত অবস্থায় নিহত রিয়া বেগমের স্বামী রফিক কাজী (৫০) ও ভাসুরের মেয়ে সুভা কাজীকে (৩) ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় এখনো ঘাতক বাস চালককে আটক করতে পারেনি পুলিশ।