জেনে নিন গোপালগঞ্জেের পাটগাতি বাজার বণিক সমিতির নির্বাচনে কে কত ভোট পেলো।

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৫ পূর্বাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে ১৮০ ভোট পেয়ে মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি দাউদ শেখ পেয়েছেন ১১৮ ভোট, এমদাদ মোল্লা ৫৩ ভোট, মোস্তফা মোল্লা ৩৫ ভোট পেয়েছেন।


ইমরান শেখ ১৩৩ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। একই পদের প্রতিদ্বন্দী গোবিন্দ সাহা ১০৪ ভোট, জিহাদুল ইসলাম ৯৯ ভোট, সুশান্ত সরকার ৪৭ ভোট পেয়েছেন।


মইনুল ইসলাম অপু ২০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী সেলিম শরীফ ১৩৫ ও হুসাইন শেখ ৪৬ ভোট পেয়েছেন।


সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গির শেখ ১৬১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী লিটু সাহা ১৩৮ ভোট ও রাজু শেখ ৮৭ ভোট পেয়েছেন।


কোষাধ্যক্ষ পদে মাওলানা মুফতি মারফুদুর রহমান ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদের প্রতিদ্বন্দ্বী পলাশ সাহা ১৪৪ ভোট পেয়েছেন।


২৬৮ ভোট পেয়ে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাদ্দাম শেখ পেয়েছেন ১১৯ ভোট।


ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৬৬ ভোট পেয়ে মুকুল শেখ নির্বাচিত হয়েছেন তার অন্য দুই প্রতিদ্বন্দ্বী আরিফ শেখ ১১১ ও মনির শেখ ১১০ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: