কাশিয়ানীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন।

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০, ০৯:৪৩ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 এজেন্ট ব্যাংকিং শাখারশুভউদ্বোধন

করেনগোপালগঞ্জ শাখার প্রধান এ এইচ এম মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর 

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাজপাট বাজারের রফিকুলের বিল্ডিংয়ের দোতলায় ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ইসলামী ব্যাংক গোপালগঞ্জ শাখার প্রধান এ এইচ এম মোস্তফা কামাল।

আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হবার পাশাপাশি ফিতে কেটে এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেছেন ব্যাংকের সাথে সম্পৃক্তরা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

গোপালগঞ্জ শাখার প্রধান এ এইচ এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও মেসার্স শাহ কনস্ট্রাকশনের স্বতাধিকারী শাহ আঃ মান্নানের সার্বিক আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গোপালগঞ্জ শাখার সেকেন্ট অফিসার মাসুম বিল্লা,উপজেলা আওয়ামীগের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ, ইউনিয়ন চেয়ারম্যান এমডি মনিরুল আলম খান , ইউনিয়ন আওয়ামীলীগের ভার প্্র্রাপ্ত সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা, সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,রামদিয়া বাজারের বিশিষ্ঠ ব্যাবসায়ী মোঃ জাফর ইমামসহ ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইসলামী ব্যাংকের শুভাকাঙ্খীরা।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: