টেকেরহাট গোপালগঞ্জ রোডে সড়ক দুর্ঘটনা।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন   |   গোপালগঞ্জ জেলা


মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধিঃ  ১০-১০-২০২০ইং

শনিবার সকাল দশটার দিকে বৌলতৌল থেকে একটি  নসিমন গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। 

নসিমনটি  তেতুলিয়া,উলপুর  মোড়ে এসে সামনের চাকা (ফর) ভেঙে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।  

ড্রাইভার হালকা ভাবে আহত হয়েছে।

গোপালগঞ্জ জেলা এর আরও খবর: