গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা সভা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্গাপূজা উপলক্ষে
উপজেলা আইন শৃংখলা কমিটির আয়োজনে পূজা মন্দিরের নিরাপত্তা ও পূজা উৎসবের সার্বিক বিষয় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজিলা আওয়ামিলীগে সভাপতি মোঃ মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রউফ মিয়া, উপজেলা চেয়ারম্যান ও পূজা কমিটির সভাপতি সুব্রত ঠাকুর, সাধারণ সম্পাদক প্রফেসর গৌতম কুমার সাহা, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মশিউর রহমান খানসহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, মন্দির কমিটি সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিকবৃন্দ।
হিন্দু সপ্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ২১৯ টি মন্দিরে পূজা উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিটা মন্দিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহামারী করোনা কালীন সময়ে যতটা সম্ভব সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উৎসব পালন করতে হবে। মসজিদে আযান ও নামাজ চলাকালীন সময়ে পূজা উৎসবে বাদ্যযন্ত্র মাইক বন্ধ রাখতে হবে।পূজা উপলক্ষে আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।