গোপালগঞ্জের কাশিয়ানীতে পাট গুদামে আগুন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পাটগুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাগদী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
গুদাম মালিক মো: হাফিজুর রহমান লিখন মোল্যা জানান, পূর্বশত্রুতার জের ধরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লাগলে গুদামের পশ্চিমপাশে আগুন লাগবে। যেখানে আগুন লেগেছে সেখানে বিদ্যুতের লাইন নেই। কেউ আমার সাথে শত্রুতা করে আমার গুদামে বাইরে থেকে টিনের চালার ফাঁকা দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে তা নিশ্চিত করে বলতে পারেনি তিনি।
অগ্নিকান্ডের বিষয়টি কাশিয়ানী থানার ওসি মো. মো: আজিজুর রহমান নিশ্চিত করেছেন।